উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ রাজ্য সরকার প্রায় সাড়ে ১৩ লক্ষ লোকের চাকরি দিয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শুক্রবার বাজেট পেশ করতে গিয়ে এমনই দাবি করেন তিনি। এদিন বক্তব্যে অর্থমন্ত্রী রাজ্যে বেকারদের কর্মসংস্থানের কথা উল্লেখ করেন।
গত এক বছরে শিক্ষা দপ্তর সহ রাজ্য সরকারের তরফে ১৩ লক্ষ ২৭ হাজার জন রাজ্যবাসীর চাকরি দেওয়া হয়েছে। রাজ্যে প্রায় সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষের দিকে। বিভিন্ন সরকারি দফতরে শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
পাশাপাশি, কর্মীদের বিশেষ সুযোগ-সুবিধাও দেওয়া হবে। স্থায়ী সরকারি কর্মী ছাড়াও অস্থায়ী কর্মীদের জন্যও বিনামূল্যে চিকিত্সা পরিসেবা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে বর্তমান রাজ্য সরকার।
রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘প্রত্যেকে যাতে বিনামূল্যে চিকিত্সা পরিসেবা পায় তার জন্য বিভিন্ন জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2kcPNyh
February 10, 2017 at 09:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন