উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ইসলামাবাদঃ শুক্রবার সর্বোসম্মতভাবে পাক সংসদে পাশ হল ‘দ্য হিন্দু ম্যারেজ বিল ২০১৭’।
সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতি পাবে বিলটি বলে আশা করা হচ্ছে৷ এছাড়াও পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের জন্য বিবাহের নতুন আইন আসতে চলেছে৷ এই প্রথম পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের জন্য আইন করা হয়েছে৷
জানা গিয়েছে, আইনটিতে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই বিয়ের বয়স ১৮ বছর। নিয়ন্ত্রণ করবে হিন্দুদের বিবাহ ও বিবাহবিচ্ছেদ। হিন্দু মহিলাদেরও বিবাহের প্রমাণপত্র দেওয়া হবে যেখানে হিন্দু পণ্ডিতের স্বাক্ষর থাকবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2ltDsKx
February 18, 2017 at 06:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন