গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি হরতাল

hগ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আজ এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের আহ্বান করা হয়েছে।

এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মুক্তি ভবনে দলীয় বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলনও ডেকেছে সিপিবি-বাসদ।

দুই দলের নেতারা বলেন, সরকারের ভুল নীতির ফলে জ্বালানি খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

জনগণ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। দুটি সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lRppPs

February 24, 2017 at 07:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top