নিজস্ব প্রতিবেদক ● ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন “ডুসালাম” এর উদ্যোগে গত ১০ ফেব্রুয়ারি, ২০১৭ শুক্রবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক ও নুহাশ পল্লিতে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে । নবীন প্রবীণ মিলিয়ে প্রায় ১০০ জন সদস্য এতে অংশগ্রহণ করেন ।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষা সফরের স্লোগান ছিল “ডুসালামের বনভোজন, যাচ্ছি আমরা ৭১ জন। ”
এতে লাকসাম-মনোহরগঞ্জ সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, রম্য বিতর্ক, কবিতা আবৃত্তি, সংগীত, উপস্থিত অভিনয়, হাড়ি ভাঙ্গা খেলা, বালিশ খেলা ও র্যাফেল ড্রসহ আনন্দদায়ক অনেক ইভেন্টের আয়োজন করা হয় । প্রতিটি ইভেন্টে বিজয়ী প্রথম তিন জনকে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয় ।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল নোমান মজুমদার বলেন, ডুসালাম একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন । দলমত নির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লাকসাম-মনোহরগঞ্জের যেকোন নিয়মিত শিক্ষার্থী এই সংগঠনের সদস্য হতে পারবেন এবং তাঁর মেধা ও শ্রম দিয়ে অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার সুযোগ পাবেন ।
পুরস্কার বিতরণ পর্বে ডুসালাম-এর প্রতিষ্ঠাতা অহিদুর রহমান জয় সংগঠনের পৃষ্ঠপোষক খোরশেদ আলম সহ শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমরা সবাই লাকসাম-মনোহরগঞ্জের সন্তান । ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব ।
লেখাপড়ার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান । তিনি সদস্যদের উজ্জ্বল ভবিষ্যত ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ।
from Comillar Barta™ http://ift.tt/2lCQJOn
February 12, 2017 at 01:41AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন