উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ রাজ্যের পর্যটন মন্ত্রীর বিধানসভা এলাকার ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতিকে দল থেকে বহিষ্কার করার দাবিতে রবিবার মিছিল এবং প্রতিবাদ সভা করল তৃণমূলেরই এক অংশ। অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরকারি বহু খাস জমি এবং সরকারি বিভিন্ন প্রকল্পের জমি বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন রকম দুর্নীতি ও দাদাগিরি ট্যাক্স আদায় সহ বেশকিছু অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এদিন মিছিল ও প্রতিবাদ সভায় যোগ দেন ওই গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের সম্পাদক, প্রধান, উপপ্রধান, বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য এবং কর্মী সমর্থকেরা। ওই মিছিল ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। অভিযোগ, অঞ্চল সভাপতি মহম্মদ আহিদ (চুটকি) যা করছেন, তাতে দলের সুনাম নষ্ট হচ্ছে। দলের যে কোনো বিষয়ে তিনি একা সিদ্ধান্ত নিচ্ছেন। সরকারি জমি হস্তান্তর করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। তাই অঞ্চল সভাপতিকে দল থেকে বহিষ্কারের দাবিতে এদিন তৃণমূলের এক অংশের কর্মী সমর্থকরা দাবি তোলেন।
এ বিষয়ে অঞ্চল সভাপতি মহম্মদ আহিদ (চুটকি) জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে দল যা সিদ্ধান্ত নেবে, তাই তিনি মেনে নেবেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2ly3som
February 19, 2017 at 03:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন