নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার সাবেক জেলা প্রশাসক কে এম নুরুল হুদাকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও বাকি চার কমিশনার হিসেবে রয়েছেন, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও ব্রি. জে. (অব.) শাহাদৎ হোসেন।
সোমবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের নিয়োগে অনুমোদন করেছেন। জারি হচ্ছে প্রজ্ঞাপন। ইসি গঠনে সার্চ কমিটির ১০ নাম থেকে এই পাঁচটি নাম চূড়ান্ত করা হলো।
এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সার্চ কমিটি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ১০টি নাম জমা দেয়। সোয়া ৭টায় বঙ্গভবন থেকে বের হন সার্চ কমিটির সদস্যরা এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সাংবাদিকদের বলেন, রাত ৯টায় সচিবালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিতে সাচিবিক সহায়তা দিয়েছে।
তারও আগে, বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শুরু হওয়া সার্চ কমিটির বৈঠকের পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেরিয়ে অতিরিক্ত সচিব সাংবাদিকদের বলেন, ৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হতে পারে।
জাজেস লাউঞ্জে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় ওই সময় সার্চ কমিটির সদস্য সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। যা প্রকাশ করা যাচ্ছে না।
চূড়ান্ত সুপারিশ করা ১০ নামের মধ্যে রাষ্ট্রপতি আগামী ৫ বছরের জন্য একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন।
সেসময় বিভিন্ন অসমর্থিত থেকে জানা যায়, ইসির প্রধান হিসেবে দুইজনের নাম এসেছে সংক্ষিপ্ত তালিকায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সার্চ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার ও সাবেক সচিব নূরুল হুদার নাম চূড়ান্ত সুপারিশ করেছে সার্চ কমিটি।
রাজনৈতিক দলগুলো যে নাম প্রস্তাব করেছে সেখান থেকে নাম রাখা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, এটা স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না। তবে রাজনৈতিক দলগুলো যেসব নাম দিয়েছে আমার মনে হয় ওর মধ্যেই সুপারিশ করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি সার্চ কমিটির বৈঠকে রাজনৈতিক দলগুলোর দেওয়া ব্যক্তিদের নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হয়।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গঠনে সুপারিশ করার জন্য গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি বা সার্চ গঠনের নির্দেশনা প্রদান করেন। ওই দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এতে যারা ছিলেন: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।
গঠিত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে অর্থাৎ ৮ ফেব্রুয়ারির মধ্যে নাম সুপারিশ করতে বলা হয়েছিল। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ ৮ ফেব্রুয়ারিই শেষ হচ্ছে। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।
The post কুমিল্লার সাবেক ডিসি নুরুল হুদা নতুন ইসি appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2lgJGus
February 06, 2017 at 10:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.