কুয়ালালামপুর, ১৮ ফেব্রুয়ারি- মালয়েশিয়ায় চলমান রি-হায়ারিং কর্মসূচির আওতায় দুই লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি কর্মী বৈধতা পেতে পারেন। বৈধতা পেতে আগামী ৩০ জুনের মধ্যে অস্থায়ী পাস (ই-কার্ড) গ্রহণ করতে হবে। গত বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন সকল বিদেশি শ্রমিকদের বৈধতার আওতায় আনতে এ কর্মসূচি নিয়েছে দেশটি। অবৈধ বাংলাদেশি কর্মীদের রি-হায়ারিং কর্মসূচির অধীনে বৈধতার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম জানান, বাংলাদেশি কাগজপত্রহীন শ্রমিকদের বৈধতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাজিব তুন রাজ্জাককে অনুরোধ করেন। এ অনুরোধে সাড়া দিয়ে মালয়েশিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে ই-কার্ড কার্যক্রম শুরু করে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ জানান, গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার বাংলাদেশি কর্মী ই-কার্ডের জন্য আবেদন করেছেন। ই-কার্ড পেলে তারা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করছে, দুই লাখেরও বেশি বাংলাদেশি কর্মী ই-কার্ড গ্রহণ করে বৈধতা পাবেন। এফ/২১:১৫/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lviaMR
February 19, 2017 at 03:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top