অযোধ্যায় যা করা হবে, তা রাম ভক্তরাই করবেনঃ যোগী আদিত্যনাথ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, লখনউঃ অযোধ্যায় যা ঘটেছে, তা রাম ভক্তরাই ঘটিয়েছেন এবং ভবিষ্যতে যা করবে, তাও তারাই করবেন। বুধবার এমনটাই জানালেন ভারতীয় জনতা পার্টির নেতা যোগী আদিত্যনাথ।

এদিন এক সাংবাদিক সম্মেলনে রাম মন্দির সমস্যা ও অযোধ্যা সম্বন্ধিত প্রশ্নের জবাবে দিতে গিয়ে গোরক্ষপুরের সাংসদ বলেন, ‘অযোধ্যায় যা ঘটেছে, তা রাম ভক্তরাই ঘটিয়েছেন এবং ভবিষ্যতেও যা করা হবে, সেটাও রাম ভক্তরাই করবেন।’

রাম মন্দির সমস্যাটি নিয়ে আইন সংবিধানের বিধি অনুযায়ী সমাধান করা হবে বলে  জানিয়েছে বিজেপি। জাতি এবং ধর্ম নিয়ে বারবার প্রশ্ন করে আক্রমণ করেছে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি।

যোগী আদিত্যনাথ বলেন, ‘সপা ও বিএসপি সব কাজের মধ্যে জাতি ও ধর্মকে নিয়ে আসে। তা সত্ত্বেও নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে। এটি কি ধরনের ধর্মনিরপেক্ষতা।’

পাশাপাশি, এদিন তিন তালাক নিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ‘নারীদের স্বার্থরক্ষার জন্য ক্ষমতায়ন অত্যন্ত প্রয়োজনীয়। তাঁর মতে শরীরের যেকোনো অংশ দুর্বল হলে, শরীর শক্তিশালী হতে পারে না।’



from Uttarbanga Sambad http://ift.tt/2kNL0YI

February 08, 2017 at 08:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top