মুম্বাই, ২১ ফেব্রুয়ারি- নায়ক সঞ্জয় দত্তের চেহারা, স্টাইল নিয়ে শুটিং সেটে হাজির হলেন রণবীর কাপূর। প্রথমবারের মতো প্রকাশিত সেই ছবি ভারতীয় মিডিয়ায় ছড়িয়েও পড়েছে। উল্লেখ্য, অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণ করছেন পরিচালক রাজকুমার হিরানি। দত্ত শিরোনামের সিনেমাটিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। অনলাইনে ফাঁস হয়েছে দত্ত সিনেমায় রণবীরের কিছু ছবি। ফাঁস হওয়া ছবিগুলোতে লম্বা চুলে রণবীরকে দেখা গেছে। একটি ছবিতে রণবীরের পাশাপাশি পরেশ রাওয়াকেও দেখা গেছে। সিনেমাটিতে তিনি সঞ্জয়ের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করছেন। রণবীর ছাড়াও এ সিনেমায় আনুশকা শর্মা, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়ালকে দেখা যাবে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া। আর/১৭:১৪/২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lqkQsM
February 22, 2017 at 12:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top