আইপিএলে নিষিদ্ধ তিন কর্মকর্তা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ সোমবার বেঙ্গালুরুতে আয়োজিত আইপিএলের খেলোয়াড়দের নিলামে নিষিদ্ধ হল বিসিসিআই-এর তিন কর্মকর্তার উপস্থিতি। রবিবার এই ঘোষণা করলেন প্রাক্তন ক্যাগ বিনোদ রাইয়ের প্রতিনিধিত্বে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটারস্ (সিওএ)। এদিন সিওএ পরিস্কার জানিয়ে দিয়েছে, সুপ্রিমকোর্টের বাধ্যতামূলক সংস্কার যারা মেনে চলবে শুধুমাত্র তারাই পারবেন এই নিলামে অংশগ্রহণ করতে। সিকে খান্না, অমিতাভ চৌধুরি এবং অনিরুদ্ধ চৌধুরি পারবেন না এই নিলামে অংশগ্রহণ করতে।

প্রায় ৩৫০ জন খেলোয়াড়ের ভাগ্য নিয়ন্ত্রিত হবে সোমবারের নিলামে।



from Uttarbanga Sambad http://ift.tt/2kMUboa

February 19, 2017 at 09:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top