নিজস্ব প্রতিবেদক ● সারাদেশের মতো চতুর্থ দফায় কুমিল্লার তিন উপজেলায় মুক্তিযোদ্ধাদের আবেদনের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে ৪র্থ দফায় কুমিল্লা আদর্শ সদর, চৌদ্দগ্রাম ও তিতাস উপজেলায় এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। লাল বই ও ভারতীয় তালিকার বাইরে মুক্তিযোদ্ধা দাবীদারগনের সম্প্রতি অনলাইনে আবেদনের প্রেক্ষিতে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হচ্ছে।
সম্প্রতি আদর্শ সদরে অনলাইনে ৪ শতাধিক আবেদন জমা পড়ে। তারই ভিত্তিতে শনিবার কুমিল্লা টাউনহল মিলনায়তনে যাচাই বাছাই অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা ৬ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহা উদ্দিন বাহার ও সদস্য সচিব ও আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুজ্জামান, জেলা ডিপুটি কমান্ডার জাহিদ হাসান, মুক্তিযুদ্ধা নাজমুল হাসান পাখিরসহ অন্যান্যদের সমন্বয় কমিটি যাচাই বাছাই-এ অংশ নেন।
আগামী ১৮ ফেব্রুয়ারী ৫ম দফায় হোমনা, বরুড়া ও ব্রাহ্মণপাড়া উপজেলায় যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
from Comillar Barta™ http://ift.tt/2lCvcWe
February 12, 2017 at 12:48AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন