জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না : ভিপি সাইফুল

rবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, সরকার জিয়া পরিবারকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করছে। অথচ সরকার কোনো মামলা প্রমাণ করতে পারেনি। আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই এ ষড়যন্ত্র। তাই যেকোনো মূল্যে সরকারের ষড়যন্ত্র দেশবাসী ব্যর্থ করে দেবে। এজন্য দেশপ্রেমিক সকল শক্তিকে খালেদা জিয়ার সকল কর্মসূচি সফল করতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আমিনুল ইসলামের স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের জেলা সভাপতি শাহ মো: মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা আব্দুর রহমান, লাভলী রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, এসএম রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মাহমুদ শরীফ মিঠু, মাহবুব হাসান লেমন, সাইমুম ইসলাম, আবু নূর ওয়ালিদ, আবু জিহাদ সন্তোষ, জহুরুল ইসলাম পলাশ, শ্রমিকদলের মোশারফ হোসেন স্বপন, ছাত্রদলের শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক দলের আলী হাসান নারুন, আতিক, শাকিল প্রমুখ।

শেষে মরহুম আমিনুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kWlSyx

February 09, 2017 at 04:39PM
09 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top