কদমতলী থেকে জামায়াতের ৬ নারীকর্মী আটক

hরাজধানীর কদমতলীর একটি বাসা থেকে ছয় নারীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে কদমতলী থানাধীন তুষারধারা আবাসিক এলাকার একটি ভবনের চারতলার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি আটককৃতরা সবাই জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

গ্রেফতারকৃতরা হলেন- জান্নাতুল কোবরা জাকিয়া (২৯), মাসুমা আক্তার (২০), নাসরিন আক্তার (২১), নুসরাত শারমীন (২২), রওশন জাহান (২১) ও ফাতেমা তুজ জোহরা (২১) ।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) আরশেদুল সাংবাদিকদের বলেন, পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে কদমতলী থানাধীন তুষারধারা আবাসিক এলাকার একটি বাসার চারতলায় জামায়াতের লোকজন গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকেল চারটার দিকে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ছয় নারীকে আটক করে। তাদের কাছ থেকে ১৮টি বই উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা সবাই জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ আনা হবে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lYMmjD

February 26, 2017 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top