কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে পিস্তলসহ সন্ত্রাসী চশমা রুবেলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ কে এম মনজুর আলমের নেতৃত্বে জেলা গোয়ান্দা শাখা এ অভিযান চালায়।
অভিযানে আরও অংশ নেন ডিবির এসআই নজরুল ইসলাম সঙ্গীয় এসআই শাহ কামাল আকন্দ পিপিএম ও শহিদুল ইসলাম পিপিএম, এএসআই নন্দন চন্দ্র সরকার।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসী রুবেলকে সদর উপজেলার বালুতোপা এলাকা থেকে একটি ৭.৬৫ পিস্তল ও ০২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। রুবেল একই থানাধীন কাটাবিল এলাকার আবদুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ত্রাসী রুবেল দীর্ঘদিন ধরে তার বাহিনীর সদস্যদের নিয়ে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিতে লিপ্ত ছিল। তার গ্রেফতারের খবরে এলাকার লোকজনের মাঝে স্বস্তি নেমে এসেছে।
ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, রুবেলের বিরুদ্ধে থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ বিষয়ে রাতে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
from Comillar Khabor – Comilla News http://ift.tt/2lTHGLz
February 26, 2017 at 08:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন