নিলামে সর্বোচ্চ দর স্টোকসের, ভারতীয়দের মধ্যে নটরাজন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ প্রত্যাশামতোই দশম আইপিলের নিলামে সবচেয়ে বেশি দর পেলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। বেস প্রাইস ২ কোটি থাকলেও তার সাতগুণ দর দিয়ে ১৪.৫ কোটি টাকায় স্টোকসকে কিনে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। নিলাম টেবিলে ঝড় তুলেছেন ইংল্যান্ডের তরুণ ফাস্টবোলার টাইমল মিলসও। ৫০ লক্ষ টাকার বেস প্রাইজ থাকলেও ১২ কোটিতে  তাঁকে তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইংল্যান্ডের একদিনের অধিনায়ক ইয়ন মরগ্যানকে ২ কোটি টাকায় নিলামের শুরুতেই কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের বেস প্রাইস ১.৫ কোটি টাকা থাকলেও ৫ কোটি টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি কাগিসো রাবাদার বেস প্রাইস ছিল ১ কোটি, তার পাঁচগুন টাকায় নিজেদের ডেরায় নিয়ে যায় দিল্লি ডেয়ারডেভিলস। এদিকে, ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেলেন অখ্যাত থাঙ্গারাসু নটরাজন। তামিলনাড়ুর বছর পঁচিশের এই বাঁহাতি মিডিয়াম পেসারকে ৩ কোটি টাকায় তুলে নিয়ে চমকে দিয়েছে পাঞ্জাব। গত বছর দিল্লিতে থাকা বাঁহাতি স্পিনার পবন নেগি ১ কোটি টাকায় এবার ব্যাঙ্গালোরে খেলবেন। তবে গতবারের তুলনায় নেগি এবছর দাম অনেকটাই কম পেলেন। অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্সের বেস প্রাইস ২ কোটি টাকা থাকলেও ৪.৫ কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস।

আফগানিস্থানের স্পিনার রশিদ খানের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা থাকলেও ৪ কোটি দিয়ে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ এবং অলরাউন্ডার মহম্মদ নবিকে ৩০ লক্ষ টাকার বেস প্রাইজেই কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওক্‌সের বেস প্রাইস ২ কোটি থাকলেও ৪.২ কোটি টাকায় কিনে নিল নাইটরা।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2lCoWAl

February 20, 2017 at 05:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top