লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে ছুটে চলা বার্সেলোনা দারুণ এক জয় পেয়েছে। আতলেতিকো মাদ্রিদের মাঠে পয়েন্ট হারাতে বসা ম্যাচের শেষ দিকে লিওনেল মেসির গোলে জয়ের আনন্দে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল। ভিসেন্তে কালদেরনে রোববারের ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। এনরিকের অধীনে আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনার এটা নবম জয়। ১২ বারের মুখোমুখি লড়াইয়ে মাদ্রিদের দলটির জয় মাত্র একটি, অন্য দুটি ড্র। সাম্প্রতিক সময়ে কয়েকটি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করা বার্সেলোনাকে রোববার রাতেও প্রথমভাগে ধুঁকতে দেখা যায়। গোলশূন্য প্রথমার্ধের পর রাফিনিয়ার গোলে এগিয়ে যায় তারা। অল্প সময়ের ব্যবধানে গোলটি শোধ করে দেন দিয়েগো গদিন। শেষের দিকে লক্ষ্যভেদ করে জয়ের নায়ক মেসি। এই জয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা, ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৫২। অবশ্য কিছুক্ষণ পরেই ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামতে যাওয়া জিনেদিন জিদানের দল শীর্ষস্থান পুনরুদ্ধার করার সুযোগ পাচ্ছে। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের উপর চেপে বসতে পারতো আতলেতিকো। কিন্তু কেভিন গামেইরোর ছয় গজ বক্সের ঠিক বাইরে বাড়ানো বল নিয়ন্ত্রণেই নিতে পারেননি ইয়ানিক কারাসকো। খানিক পরেই মেসি জোরালো শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। অষ্টাদশ মিনিটে গোলরক্ষক বরাবর ভলি মেরে বসেন স্পেনের মিডফিল্ডার গাবি। কিছুক্ষণ পর বার্সেলোনা ডিফেন্ডার সামুয়েল উমতিতি ঠেকিয়ে দেন অঁতোয়ান গ্রিজমানের নীচু শট। ২৭তম মিনিটে ফরাসি এই স্ট্রাইকারের বুলেট শট এক হাত দিয়ে কোনোমতে ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। চার মিনিট পর মেসির শট গোলরক্ষক ইয়ান ওবলাক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। গোলরক্ষকের সঙ্গে সুয়ারেসের বল দখলের লড়াইয়ের ফাঁকে ফিলিপে লুইসের শট লাগে ক্রসবারে। ফিরতি বলে উরুগুয়ের স্ট্রাইকারের হেড জালে ঢুকলেও ফাউলের বাঁশি বাজান রেফারি। তিন মিনিটের ব্যবধানে আরও দুবার আতলেতিকোর বুকে কাঁপন ধরায় বার্সেলোনা; কিন্তু স্কোরলাইনে পরিবর্তন আসেনি। ৩৬তম মিনিটে সুয়ারেসের শট ক্রসবারের একটু উপর দিয়ে যাওয়ার পর মেসির দারুণ ফ্রি-কিক এক হাত দিয়ে ঠেকান ওবলাক। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেন সুয়ারেস। মেসির বাড়ানো বল গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। অবশেষে ৬৪তম মিনিটে গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় বার্সেলোনা। সুয়ারেসের শট প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে পেয়ে যান রাফিনিয়া। নীচু শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলের এই মিডফিল্ডার। অতিথিদের এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। ছয় মিনিট পরেই হেডে দলকে সমতায় ফেরান চোট কাটিয়ে ফেরা উরুগুয়ের ডিফেন্ডার গদিন। স্কোরলাইনে সমতা আসার পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল চালিয়ে গেলেও ঠিক তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ৮৬তম মিনিটে দলকে উল্লাসে ভাসান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। তার প্রথম শট স্তেফান সাভিচ ঠেকিয়ে দিলেও ফিরতি শটে পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেন মেসি। এবারের লিগে আর্জেন্টিনার অধিনায়ক মেসির এটা ২০তম গোল। দুই গোল কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে সুয়ারেস। আর/১০:১৪/২৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lYQKze
February 27, 2017 at 05:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top