বুয়েনোস, ০২ ফেব্রুয়ারি- বার্সেলোনা তারকা লিওনেল মেসি দলে থাকলে চোখের পলকে বোঝা যায় প্রতিপক্ষের কৌশল, কাজে লাগানো সম্ভব যেকোনো পরিকল্পনা। তাই ২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ সম্ভাবনা দেখছেন এদগার্দো বাউসা। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার এই কোচ। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২৩ মার্চ হতে যাওয়া ম্যাচটি জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে উঠবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে বাউসা বলেন, মেসিকে নিয়ে আমি শুধু আর্জেন্টিনার ২০১৮ বিশ্বকাপ জেতার কথাই ভাবতে পারি। চিলির বিপক্ষে ম্যাচটি এখনো অনেক দূরে থাকলেও প্রথম একাদশ সাজাতে এরই মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাউসা। লুকাস বিগলিয়া ও হাভিয়ের মাসচেরানো মাঝমাঠে খেলবে, দি মারিয়া, গনসালো হিগুয়াইন ও লিওনেল মেসি থাকবে সামনে। সবসময় একই খেলোয়াড়দের ডাকলেও সেরাদের দলে নেওয়াটাই মূল লক্ষ্য থাকে বলে জানান আর্জেন্টিনা কোচ। দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত ১২টি করে ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল, ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। তৃতীয় স্থানে থাকা একুয়েডরের পয়েন্ট ২০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে চিলি। ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম আর্জেন্টিনা। নিয়মানুযায়ী এই অঞ্চলের পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি বিশ্বকাপ খেলবে। পঞ্চম হওয়া দলকে বিশ্বকাপে যেতে হলে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে প্লে-অফ ম্যাচ খেলতে হবে। এফ/০৯:৩০/০২ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jyrAXR
February 02, 2017 at 03:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন