উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, চেন্নাইঃ দলের প্রাক্তন প্রেসিডিয়াম চেয়ারম্যান ই মধুসুদনন এবার দল থেকে বহিস্কার করার করলেন খোদ শশীকলাকেই। সেই সঙ্গে এআইএডিএমকে-র সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে। মধুসুদনন গত শুক্রবারই পন্নীরসেলভম শিবিরে যোগ দেন।
২১ বছরের পুরনো দূর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর শশীকলার বর্তমান ঠিকানা এখন বেঙ্গালুরু জেল।
গতবছর ৫ ডিসেম্বর তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর থেকেই রাজ্যের প্রশাসনিক ভার সামলান ও পন্নীরসেলভম।
বিগত কয়েকমাস তেকই চলছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীত্বের গদি দখলের লড়াই শশীকলা এবং পন্নীরসেলভমের মধ্যে। পালানিস্বামীর মুক্যমন্ত্রীত্ব পাওয়ার পরও গদি দখলের লড়াই চলছে চলছে পুরোদমে। এর আগে শশীকলা শিবির পন্নীরসেলভমকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছিল। পাল্টা জবাবে সাধারণ সম্পাদক শশীকলা নটরাজন ও তাঁর ভাইপো সহ সাধারণ সম্পাদক টিটিভি দীনকরণকে বহিষ্কার করল পন্নীরসেলভম শিবির।
from Uttarbanga Sambad http://ift.tt/2kFVvsQ
February 17, 2017 at 08:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন