সিনেমায় জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়ানো নিষ্প্রয়োজন, নির্দেশ সুপ্রিম কোর্টের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ জাতীয় সঙ্গীত কোনও ছবি, খবর বা তথ্যচিত্রের অঙ্গ হলে সেক্ষেত্রে দর্শকদের উঠে না দাঁড়ালেও চলবে। কারণ তাতে ছবি প্রদর্শনে বাধা আসবে। এমনকি সিনেমা হলে জাতীয় সঙ্গীত গাওয়াও বাধ্যতামূলকও নয়। মঙ্গলবার আগের নির্দেশে সংশোধনী এনে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ছবি শুরুর আগে সমস্ত সিনেমা হলে জাতীয় সঙ্গীত চালানো বাধ্যতামূলক। জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানানোর স্বার্থে দর্শকদের উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক।



from Uttarbanga Sambad http://ift.tt/2lLz5aq

February 14, 2017 at 08:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top