তুচ্ছ ঘটনা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পাওয়ার হাউস মোড়ে সংঘর্ষ ককটেল বিষ্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর পাওয়ার হাউস মোড়ে রোববার বিকেলে দোকানে পন্য কেনা নিয়ে কথাকাটির তুচ্ছ ঘটনাকে ঘিরে সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্রেতা-বিক্রেতা দু’পক্ষের ৪ জন আহত হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।
আহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুরের ফলেনের ছেলে জামালউদ্দীন (২৭), হুজরাপুর খালঘাট মহল্লার আব্দুল গাফফারের ছেলে কনা (৪০), আব্দুল কাসেমের ছেলে আজিমুদ্দিন (৩০), হজরাপুর নতুনপাড়ার মনিরুল ইসলামের ছেলে সারোয়ার জাহান (৩৫)। এদের মধ্যে কনা’র অবস্থা গুরুতর। তাঁকে সদর হাসপাতালে ভর্তির পর একটি ক্লিনিকে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আজিমুদ্দিনের দোকানে কেনাকাটা করতে যায় আটক জামাল। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে জামাল লোকজন নিয়ে এসে দোকানে আক্রমন চালালে এলাকাবাসীর সাথে তাদের সংঘর্ষ বাধে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটান হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জামালকে আহতাবস্থায় আটক করে। ঘটনার তদন্ত চলছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2lwAfd6

February 19, 2017 at 09:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top