পাকিস্তানে তুষারধসে নিহত ১৪

icuপাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলার শেরশাল এলাকায় রোববার ব্যাপক তুষারধসে নিহত হয়েছেন ১৪ জন।

চিত্রাল স্কাউটস কমান্ড্যান্ট কর্নেল নিজামউদ্দিন শাহ জানিয়েছেন, তুষারের নিচে চাপা পড়া ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫টি বাড়ি তুষারে ঢাকা পড়েছে এবং পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ডন অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

কর্নেল শাহ জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় জন নারী, ছয়জন শিশু ও দুজন পুরুষ। তবে এখনো পর্যন্ত জানা যায়নি, ঠিক কতজন লোক তুষারধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দুই দিনে চিত্রালে ব্যাপক তুষারপাত হয়েছে। বেশ কিছু পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেলেও অনেকে ঘরবাড়ি ছেড়ে যায়নি।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lb6VFK

February 05, 2017 at 12:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top