ঢাকা, ২২ ফেব্রুয়ারি- বুধবার ইরানের কাছে হেরে রোল বল বিশ্বকাপের চতুর্থ আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু বিদায় নেওয়ার এই ম্যাচে ন্যাক্কারজনক এক ঘটনা ঘটালেন বাংলাদেশের ভারতীয় কোচ সুনীল ধাগে। ম্যাচ চলাকালীন বাংলাদেশের এই কোচ চড় মেরে বসেন ইরানী খেলোয়াড় শেখ জাফরিকে। যিনি ইরান দলের কোচও। ঘটনাটি ঘটেছে ম্যাচ শেষ হওয়ার মিনিটখানেকের মধ্যে। ইরান তখন ১১-২ গোলের ব্যবধানে এগিয়ে, এসময় ইরানের বিপক্ষে পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশের খেলোয়াড় হৃদয় উল্লাসে মেতে ওঠেন। সেই সঙ্গে ইরানের গোলরক্ষকের দিকে মাঝের আঙুল উঁচিয়ে বাজে অঙ্গভঙ্গিও করেন হৃদয়। হৃদয়ের এমন আচরণ মেনে নিতে পারেননি ইরানের খেলোয়াড় মোহাম্মদ রেজা শেখ জাফরি। আচমকাই ধেয়ে এসে কনুইয়ের গুঁতোয় হৃদয়কে ফেলে দেন। রেফারি সঙ্গে সঙ্গে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন জাফরিকে। কিন্তু লালকার্ড পেলেও বাংলাদেশের ভারতীয় কোচ সুনীল ধাগে উত্তেজিত হয়ে ধেয়ে যান জাফরির দিকে। তর্কাতর্কিতে লিপ্ত হয়ে পড়েন তারা। তর্কের একপর্যায়ে জাফরির গালে চড়ই বসিয়ে দেন বাংলাদেশের ভারতীয় এই কোচ। ইরানের কোচ ও খেলোয়াড় লাঞ্ছিত হওয়ার ঘটনায় স্টেডিয়ামের সবাই হতবাক হয়ে পড়েন। এমন ঘটনায় মিরপুর স্টেডিয়ামে তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই পুলিশ এসে কোর্টের বাইরে নিয়ে যান বাংলাদেশ কোচকে। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে উপস্থিত পুলিশ কর্মকর্তা, আন্তর্জাতিক রোলবল ফেডারেশনের কর্মকর্তারা এমন লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা জানান। যদিও এর কিছুক্ষণ পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন বাংলাদেশের কোচ। পরবর্তীতে সংবাদ সম্মেলন কক্ষে দুই কোচ কোলাকুলিও করেন। আর/১৭:১৪/২২ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mbBAnz
February 22, 2017 at 11:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন