উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ জলপাইগুড়ির শিশুপাচার চক্রের মূল পাণ্ডা বিমলা শিশু গৃহের চন্দনা চক্রবর্তী ও সোনালী মণ্ডল আপাতত সিআইডি হেপাজতে।
শিলিগুড়ির মহিলা থানায় রাখা হয় অভিযুক্তদের। বুধবার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর জেরা করার জন্য তাদের নিয়ে যাওয়া হয় পিনটেল ভিলেজে। ধৃতদের মুখোমুখি এবং পৃথকভাবে জেরা করা হবে বলে জানা গিয়েছে।
‘আমি রাজনীতির শিকার। ফাঁসানো হয়েছে আমাকে। আমি নির্দোষ। আদালতে মামলাও করেছি এই বিষয়ে।’ বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতালে একথা বললেন চন্দনা চক্রবর্তী।
এদিন দুপুরে সিআইডি হেপাজতে মেডিকেল টেস্ট করাতে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে আনা হলে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
from Uttarbanga Sambad http://ift.tt/2l6Yw6t
February 22, 2017 at 03:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন