বরুড়ায় জেলা পরিষদের সদস্য সোহেল সামাদকে নাগরিক সংবর্ধনা

বরুড়া প্রতিনিধি ● বরুড়ায় শনিবার নিজ ইউনিয়ন ভংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা জেলা পরিষদের ১০ আসনের নবনির্বাচিত সদস্য সোহেল সামাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গ্রামপ্রধান মোঃ মানাউল্লাহ প্রধানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আঃ রহিম, সাবেক পৌর মেয়র কুমিল্লা দঃ জেলা আ’লীগের সদস্য বাহাদুরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাদল, উপজেলা আ’লীগ নেতা নাসির উদ্দিন লিংকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল কায়সার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বকতার হোসেন, সাবেক সভাপতি জামাল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন খোকন, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খোকন, আ’লীগ নেতা আকতার হোসেন, কাউন্সিলর আবুল কাসেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মজুমদার, নাগরিক কমিটির পক্ষে আঃ সামাদ, গাজী মোস্তফা, লিটন সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভা যুবলীগের আহবায়ক শাহিনুর হোসেন। নাগরিক কমিটি সংবর্ধনাটির আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি বিশাল জনসভার রুপ ধারন করে। সংবর্ধনাকে ঘিরে মেড্ডা গ্রাম থেকে ভংগুয়া গ্রাম পর্যন্ত ২০টি তোরন করা হয়।



from Comillar Barta™ http://ift.tt/2kwt6Gn

February 11, 2017 at 05:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top