মুম্বাই, ২২ ফেব্রুয়ারি- হলিউডে প্রথমবারের মত নাম লিখিয়েই বাজিমাত করলেন দীপিকা পাড়ুকোন। অ্যাকশন তারকা ভিন ডিজেলের সঙ্গে জুটি বেঁধে এমনিতেও প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার জানা গেল, তার এই ছবিটি সারা পৃথিবী কাঁপিয়ে সর্বাধিক দুই হাজার কোটির ব্যবসা করে রেকর্ড করেছে! ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ হলিউডের প্রথম ছবি দীপিকার। শুরু থেকেই সকলের আগ্রহ ছিল ছবিটিকে ঘিরে। জানুয়ারিতে মুক্তি পাওয়ার পরেই দুর্দান্ত অ্যাকশনে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিলেন দীপিকা। শুধু ভারতেই এই ছবি ব্যবসা করেছে ৫৪ কোটি। যার ৯১ শতাংশই আয় হয়েছিল মুক্তির প্রথম সপ্তাহেই। এছাড়াও সারা বিশ্বে ৩১০ মিলিয়ন ডলার বা ২০৭৫ কোটির ব্যবসা করে ফেলেছে দীপিকা-ডিজেল জুটির ছবিটি। শুধু তাই নয়, এই বিপুল পরিমাণ ব্যবসা করে ২০১৭-র সর্বাধিক আয়ের সিনেমার রেকর্ডও করে ফেলেছে এই ছবি। চিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ট্রিপল এক্স। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যে শুধুমাত্র চিন থেকেই ১৩৭ মিলিয়ন ডলার বা ১৩ কোটি ৭০ লক্ষ ডলার আয় করেছে এই ছবি। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর/১০:১৪/২২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l8JsoM
February 23, 2017 at 05:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top