দীর্ঘদিন ধরে কারাগারে আটক আট বন্দীর তথ্য হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ায় তারা ১০ বছরের অধিক সময় ধরে তারা কারাগারে আটক রয়েছেন। আজ তথ্য উপস্থাপনের পর বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
সু্প্রিম কোর্টের লিগ্যাল এডি কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস আজ সোমবার সকালে হাইকোর্টে এই আট বন্দীর তথ্য উপস্থাপন করেন।
বন্দীরা হলেন- সাব্বির আহমেদ দুলাল, সাইফুল আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, মোহাম্মদ তকদীর মিয়া, সাজু মিয়া ও মোহাম্মদ জালাল।
হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তারা কারাগারে বন্দী রয়েছেন।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kncy2N
February 13, 2017 at 01:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন