কলকাতা, ০৮ ফেব্রুয়ারী- মঙ্গলবার কলকাতায় ফিরল সিনিয়র জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলার মহিলা দল। রাজ্য টেবিল টেনিস সংস্থার তরফে দুজন কর্তা এবং কোচ অভিজিৎ রায়চৌধুরী ছাড়া আর কেউ যাননি হাওড়া স্টেশনে। ৩৯ বছর বয়সে দুটো সোনা জেতা (দলগত এবং ডাবলস) অনিন্দিতা চক্রবর্তী বললেন, ২০ বছর পর চ্যাম্পিয়ন হলাম। হাওড়া স্টেশনে মাত্র তিনজনকে দেখে বুঝতে পারলাম না বাংলার টেবিল টেনিস মহল এই জয়ে কতটা আনন্দিত হয়েছে। এটা বাংলার ক্রিকেট বা ফুটবল দল হলে নিশ্চয়ই আরও বেশি মানুষ আসতেন। তাঁদের সঙ্গে হয়তো ব্যানারও থাকত। হাওড়া স্টেশন থেকে সোজা মেয়ের স্কুলে চলে গিয়েছিলেন অনিন্দিতা। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে মেয়ের পরীক্ষা। অনিন্দিতা বললেন, গুড়গাঁওয়ে টুর্নামেন্ট চলাকালীনও ফোনে মেয়েকে পড়াশুনো নিয়ে নিয়মিত পরামর্শ দিয়েছি।এখন কিছুদিন নিজে বিশ্রাম নিলেও বোর্ড থেকে পুরোপুরি সরে থাকার উপায় নেই অনিন্দিতার। সপ্তাহে দুদিন হিন্দ মোটরে কোচিং করতে যেতে হবে। অনিন্দিতা বললেন, ওখানে আমার এক ছাত্রী আছে, পয়ন্তি বৈশ্য। ভীষণ প্রতিভাবান। এখনই সাব-জুনিয়য়ে ভারতের প্রথম দশজনের মধ্যে চলে গিয়েছে। আমার লক্ষ্য সিনিয়র পর্যায়ে পয়ন্তিকে জাতীয় চ্যাম্পিয়ন করানো। সেই লক্ষ্যে পৌঁছতে হলে ওর সঙ্গে আমাকেও তো এখন অনেক পরিশ্রম করে যেতে হবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k1t3RN
February 08, 2017 at 08:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top