নিজস্ব প্রতিবেদক ● স্কুল-কলেজ ফাঁকি দিয়ে কুমিল্লা মহানগরীর সিটি পার্ক, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে প্রেমের অভিসারে মিলিত হতে এসে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে আটক হয়েছে ২৮ প্রেমিক যুগল।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিবির ওসি একেএম মঞ্জুর আলমের নেতৃত্বে ডিবির ছয়টি টিম এ অভিযান চালায়।
অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ জানান, আটকরা নগরীর স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কারো শরীরে প্রতিষ্ঠানের ড্রেসও ছিল। পরে বিকেল ৪টা পর্যন্ত তাদের অভিভাবকদের ডিবি অফিসে ডেকে এনে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে ছেলে-মেয়েদের লেখাপড়ার স্বার্থে ডিবির এ অভিযানকে সচেতন মহল থেকে ধন্যবাদ জানানো হলেও আটকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, বেরসিক পুলিশের বাড়াবাড়ি একটু বেশিই হয়ে গেছে।
from Comillar Barta™ http://ift.tt/2lCHMUn
February 12, 2017 at 06:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.