চলচ্চিত্র জগতে দেয়া নামের কারণে তারকাদের পারিবারিকভাবে দেয়া আসল বা প্রকৃত নামটি নিরবে ঢেকে যায়। কলকাতার সিনেমা জগৎ কাঁপানো জিৎ ও দেবের আসল নাম জেনে নিন। জিৎ: প্রকৃত নাম জিতেন্দ্র মদনানি। হরনাথ চক্রবর্তীর সাথী সিনেমাতে প্রথম অনস্ক্রিনে আসেন জিৎ। সাথী ছিল সুপারহিট। প্রথম সিনেমায় পরিচালকের রাখা নামটিকে আর পাল্টাননি বাংলা সিনেমার জনপ্রিয় এ তারকা। দেব: প্রকৃত নাম দীপক অধিকারী। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নিজেকে জড়িয়েছেন তিনি। হয়েছেন সংসদ সদস্য। তার বেড়ে ওঠা মুম্বাই হলেও কাজকর্ম সব কলকাতাতেই। তবে চলচ্চিত্রের দেব এখন সে নামেই সবার কাছে পরিচিত। কিন্তু দীপক নামটিকে তিনি আড়াল করতে চান না। তাই ফেসবুক প্রোফাইলে দীপক নামটিই ব্যবহার করছেন তিনি। এফ/২১:০৫/১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l0vp82
February 12, 2017 at 03:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top