কুমিল্লায় আন্তঃ কলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ● একজন ক্রীড়াবিদ পারে দেশ ও জাতিকে বিশ্বের মানচিত্রে পরিচিত করে তুলতে। ক্রিকেটে নৈপুন্যতা দেখিয়ে আমাদের সন্তানরা আজ সারা বিশ্বে দেশ ও জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছে। বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার আজ আমাদের সন্তান এটা আমাদের জাতির গর্ব। আর এর মধ্যেদিয়ে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

আমার বিশ্বাস এই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে একদিন বিশ্বসেরা খেলোয়ার তৈরী হবে। আমাদের নতুন প্রজন্মের খেলোড়াররা আমাদের কুমিল্লার মর্যাদা আরো বৃদ্ধি করবে। তাই নতুন প্রজন্মের সন্তাদেরকে ২০৪১ সালে উন্নত বাংলাদেশের উপযোগী করে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার সকালে নগরীর ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিক্ষাবোর্ডের ব্যবস্থাপনায় ৪৫তম আন্তঃ কলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি এ কথা বলেন।

‘সুস্থ দেহে সুন্দর মন’ এ শ্লোগানকে ধারণ করে শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃ কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.আবদুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেল।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের,কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.রুহুল আমিন ভূইয়া, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ বিলকিস আরা বেগম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্ত্তী, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান ও মোহাম্মদ জাহিদুল হক, অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম চপল, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের শরীরচর্চা শিক্ষক জিএম ফারুক, ভিক্টোরিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আবদুল হক, সরকারি মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক নাজনীন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের সহকারি অধ্যাপক মায়মুন শরীফ। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব ও ক্রীড়া কর্মকর্তা নূর মোহাম্মদ।



from Comillar Barta™ http://ift.tt/2lQ3qYU

February 25, 2017 at 06:56PM
25 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top