অকল্যান্ড, ১৭ ফেব্রুয়ারি- বল হাতে আরো একবার নিজের জাত চেনালেন ইমরান তাহির। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তুলে নিয়েছেন ৫ উইকেট। তার ঘূর্ণিতে উড়ে গেছে কিউইরা। ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নিয়েছে ৭৮ রানের বড় ব্যবধানে। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ইমরান তাহিরের তোপে ১৪.৫ ওভারে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। স্বাগতিক কিউইরা ১০৭ রানেই অলআউট হয়ে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল নিউজিল্যান্ড। ৩৮ রান তুলতেই হারিয়ে ফেলে তিন উইকেট। অধিনায়ক কেন উইলিয়ামসন ১৩ রান করে ফিহলুকওয়ার শিকারে পরিণত হন। টম ব্রুস দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন। তিনি পরাস্ত হন তাহিরের কাছে। কোরি অ্যান্ডারসন ৬ রান করতে সক্ষম হন। টিম সাউদি কিউইদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন দশ নম্বরে ব্যাট করতে নেমে। অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ১৫ রান তাহিদের বলে জেপি ডুমিনির হাতে ক্যাচ তুলে দেন। বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্কই। ৩.৫ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন ইমরান তাহির। ৩ উইকেট নিয়েছেন ফিহলুকওয়া। ক্রিস মরিস নিয়েছেন দুই উইকেট। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সূচনাটা ভালো ছিল না দক্ষিণ আফ্রিকারও। দলের স্কোরশিটে কোনো রান যোগ করেই সাজঘরে ফেরেন কুইন্টন ডি কক। দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়ে সেই ধকল সামনে নেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস। ৬২ রান আসে আমলার ব্যাট থেকে। ৩৬ রান করেন ডু প্লেসিস। এরপর এবি ডি ভিলিয়ার্স নামের পাশে যোগ করেন ২৯ রান। ডুমিনি করেছেন ২৯ রান। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন গ্র্যান্ডহোম ও ট্রেন্ট বোল্ট। আর/১৭:১৪/১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l0iL8f
February 17, 2017 at 11:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top