ওয়েলিংটন, ২৫ ফেব্রুয়ারি- পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দক্ষিণ আফ্রিকা। শনিবার স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৫৯ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। এদিন ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৭১ রান। জবাবে, ব্যাটিং ব্যর্থতায় কিউইরা ৩২.২ ওভার ব্যাট করে ১১২ রান তুলতেই অলআউট হয়ে যায়। ওয়ানডে ক্যারিয়ারে দ্রুততম ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের ওপেনার কুইন্টন ডি কক ৬৮ রানের ইনিংস খেলেন। আরেক ওপেনার হাশিম আমলা ৭ রানে বিদায় নেন। তিন নম্বরে নেমে ফাফ ডু প্লেসিস করেন ৩৬ রান। দলপতি এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৮৫ রান। তার ৮০ বলের ইনিংসে ছিল ৭টি চার আর একটি ছক্কা। কিউইদের হয়ে দুটি উইকেট তুলে নেন কলিন ডি গ্রান্ডহোম। একটি করে উইকেট পান টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন আর মিচেল স্যান্টনার। ২৭২ রানের লক্ষ্যে টার্গেটে ব্যাট করতে নেমে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ওপেনার ডিন ব্রাউনলি ২, টম ল্যাথাম ০ রানে ফেরেন। তিন নম্বরে নামা দলপতি কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ২৩ রান। ১৮ রান করেন রস টেইলর। শেষ দিকে কলিন ডি গ্রান্ডহোম অপরাজিত থাকেন ৩৪ রান নিয়ে। প্রোটিয়াদের হয়ে তিনটি উইকেট দখল করেন ডোয়াইন প্রিটোরিয়াস। দুটি করে উইকেট তুলে নেন কেগিসো রাবাদা, ওয়েইন পারনেল আর অ্যান্ডিলে। একটি উইকেট পান ইমরান তাহির। প্রথম ম্যাচে জয় পেয়েছিল প্রোটিয়ারা। তবে, দ্বিতীয় ম্যাচে সফরকারীদের হারিয়ে সিরিজে সমতায় ফেরে কিউইরা। এফ/১৬:১০/২৫ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lG73A1
February 25, 2017 at 10:09PM
25 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top