ইসলামাবাদ, ২০ ফেব্রুয়ারী- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। নিজের বুমবুম স্টাইলেই টি ২০ থেকে বিদায়ের ঘোষণা দেন, শনিবার শারজায়। ঘোষণার আগে পিএসএলে করাচি কিংসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে ২৮ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ডান-হাতি। যদিও শেষ পর্যন্ত তার দল হেরে গেছে ৯ রানে। ২০১৫ বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন আফ্রিদি। টেস্টকে গুডবাই বলেছিলেন তারও আগে ২০১০ সালে। এবার টি-টোয়েন্টির ক্রিকেটকেও বিদায় বলে দিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এ তারকা। টি-টোয়েন্টিতে হয়তো আরও কিছুদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল আফ্রিদির। ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে বাজে পারফরম্যান্স করে পাকিস্তান দল। সেবার দলটির পারফরম্যান্স খারাপ হওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর পাকিস্তান দলে ফেরার বহু চেষ্টা করলেও নির্বাচকদের নজর কাড়তে পারেননি তিনি। ফলে পাকিস্তান ক্রিকেটকে বিদায় বলে দিলেন আফ্রিদি। পাকিস্তানের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ পর্যন্ত ৩৯৮টি ওয়ানডে খেলেছেন আফ্রিদি। ৩৯টি ফিফটি ও ৬ সেঞ্চুরিতে তাঁর রান ৮ হাজার ৬৪। টেস্ট খেলেছেন মাত্র ২৭টিবড় সংস্করণে তাঁর রান ১ হাজার ৭১৬। সেঞ্চুরি আছে ৫টি। ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর রান ১ হাজার ৪০৫। বোলার আফ্রিদির রেকর্ড আরও সমৃদ্ধ। ৯৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওয়ানডেতে তাঁর উইকেট ৩৯৫। টেস্টেও খুব খারাপ নয়৪৮টি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m3iCPN
February 20, 2017 at 08:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন