ঢাকা, ১৭ ফেব্রুয়ারি- টিভি নাটক কিংবা উপস্থাপনার মঞ্চে নাবিলা ইসলামকে বেশিরভাগ সময় দেখা যায় শান্তশিষ্ট, নম্র-ভদ্রভাবে। তবে এই একঘেয়েমি চরিত্র থেকে বেরিয়ে এসেছেন তিনি। এবার তাকে দেখা যাবে কিছুটা বৈচিত্র্যময় চরিত্রে। নাবিলার ভাষায়, এবারে আমি আসছি দুষ্টু আর চঞ্চল স্বভাবের চরিত্র নিয়ে। একটি পরিবারের ছোট মেয়ে, যে সর্বদা বন্ধুবান্ধব নিয়ে হই হুল্লোড় আর আড্ডায় মেতে থাকে, ছলচাতুরী-টালবাহানা করে। অনেক মজার একটি চরিত্র। তিনি বলেন, এমনটাই দেখা যাবে তাসদিক শাহরিয়ার খানের রচনা ও খাইরুল পাপনের পরিচালনায় হোম থিয়েটার ধারাবাহিক নাটকে। নাবিলা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, তৌসিফ মাহবুব, নিশা, তানজিকা, আরফান আহমেদ, ইরফান সাজ্জাদ ছাড়াও আরও অনেকে। জানা গেছে, হোম থিয়েটার নাটকটি ২০ ফেব্রুয়ারি থেকে প্রতি সোম এবং মঙ্গলবার রাত ১১ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। আর/১৭:১৪/১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l0ndDU
February 18, 2017 at 12:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top