ঢাকা, ১৯ ফেব্রুয়ারি- বাংলাদেশ দলের নতুন স্পিন কোচ হিসেবে সুনীল যোশির নাম শোনা যাচ্ছিলো। তবে তা এখনও অনিশ্চিত। তাই আসন্ন শ্রীলঙ্কা সফরেও কোচহীন অবস্থায় থাকতে হচ্ছে সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন এমনটাই জানাচ্ছেন। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্পিন কোচ প্রসঙ্গে তিনি বলেন, শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আমরা চিন্তা করিনি। যার সঙ্গে কথা বলছি, সে তার সময় অনুযায়ী যোগ দিবে এবং আমাদের শিডিউল অনুযায়ী কাজ করবে। আগামী ২৭ তারিখে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাচ্ছে। এর আগে সময় খুব কম। আর যাদের সঙ্গে কথা হচ্ছে তাদেরও কিছু সীমাবদ্ধতাও আছে। সেক্ষেত্রে নতুন কোচ লঙ্কা সফর শেষে হাইপারফরম্যান্স প্রোগ্রাম (এইচপি) নিয়ে কাজ করবে বলে জানান এই বোর্ড কর্মকর্তা। সুনীল যোশির ব্যাপারে স্পষ্ট করে কোন মন্তব্য করেননি সুজন। জানিয়েছেন, কয়েকজনের সঙ্গে আলাপ হচ্ছে বিসিবির। তবে কোচ যিনিই হন না কেন, জাতীয় দলের পাশাপাশি এইচপি ও স্পিনারদের গ্রুপের সঙ্গে সমানভাবে কাজ করতে হবে তাকে। সুজন বলেছেন, স্পিন কোচের ব্যপারে বোর্ড বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছে। দুই একজন শর্টলিস্টেডও হয়েছে। এখানে শুধু জাতীয় দলের স্পিনারই নয়, যাকেই নেওয়া হবে তাকে একই সঙ্গে এইচপি প্রোগ্রাম ও স্পিনারদের গ্রুপ নিয়েও কাজ করতে হবে। জানিয়ে রাখা ভালো, গেল বছর আগস্টে স্পিন কোচ রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই জাতীয় দলে স্পিন কোচের পদশূন্য। আর/১০:১৪/১৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lwOrCW
February 20, 2017 at 06:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top