বুড়িচংয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান

সৌরভ মাহমুদ হারুন ● শনিবার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং-শংকুচাইল সড়কের উপজেলা সদরের মাদ্রাসার সামনে একটি নোহা (ভক্সি) প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১১০ কেজি গাজা উদ্ধার করে। এসময় ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুমন (২৮)নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে।

এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। বুড়িচং থানা পুলিশের এই মাদক বিরোধী অভিযানের কারনে আতঙ্কগ্রস্থ বড় বড় মাদক ব্যবসায়ীরা এবং পালিয়ে বেড়াচ্ছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানায়, পুলিশের মাদক বিরোধী অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে বুড়িচং থানার এসআই আনিছুজ্জামান ও এএসআই ইউসুফ মাহামুদ সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং-শংকুচাইল সড়কের উপজেলা সদরের মাদ্রাসার সামনে অবস্থান নেয়। এসময় ভারতীয় সীমান্ত থেকে ওই সড়ক দিয়ে একটি নোহা (ভক্সি) (ঢাকা-মেট্টো-চ-৫৪-১১-৮৮) প্রাইভেটকার থামিয়ে ভিতরে পুলিশ তল্লাশি করার সময় ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কুমিল্লার চান্দিনা উপজেলার ফাঐ গ্রামের আব্দুল হকের ছেলে সুমন (২৮)কে আটক করে এবং তার সঙ্গী বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: ইউসুফ (৩৫) পালিয়ে যায়। এসময় পুলিশ প্রাইভেটকারের ভেতর থেকে ১১০ কেজি গাজা প্লাস্টিকের ব্যাগে কস্টিপ দিয়ে মোড়ানো উদ্ধার করে। এ ব্যাপারে গতকাল শনিবার মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং আটকৃত মাদক ব্যবসায়ী সুমনকে কুমিল্লা কোর্টে প্রেরণ করে।

উল্লেখ্য যে, বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিন গত  ৮ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে গাজা ভর্তি ১১৮ কেজিসহ একটি প্রাইভেটকারকে ধাওয়া করিয়া এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কাবিলা এলাকা থেকে আটক করে।

বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানায়, গত ২০১৬ইং সাল থেকে এ পর্যন্ত ১০টি ফেনসিডিল ও গাজা ভর্তি প্রাইভেটকার জব্দ করে। এছাড়া এলাকার বড় বড় মাদক ব্যবসায়ীদের অধিকাংশকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার ফলে অন্যান্য মাদক ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্থ হয়ে গা ঢাকা দিয়েছে। যুব-সমাজ ও দেশের ক্ষতিকারক মাদক ব্যবসায়ীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেনা বলে তিনি জানান এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



from Comillar Barta™ http://ift.tt/2lzF3er

February 11, 2017 at 05:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top