পাহাড়ে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু আজ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ জিটিএ-র নিয়ন্ত্রণাধীন উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরনের জন্য ইন্টারভিউ ও শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ি শিক্ষা জেলার বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) এর দপ্তরে শুরু হয়েছে ইন্টারভিউ।

সূত্রের খবর, পাহারের শতাধিক স্কুলের প্রায় তিনশো অস্থায়ী শিক্ষককে এসএমএসের মাধ্যমে এদিন ডাকা হয়েছে। শুক্রবারও ইন্টারভিউ নেওয়া হবে বলে খবর। অন্যদিকে এভাবে কোনো বিজ্ঞপ্তি না দিয়ে হঠাৎ করে এসএমএসের মাধ্যমে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার আইনি বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন। পাহাড়ে ভোটের আগে মোর্চায় ভাঙন ধরাতেই রাজ্যের শাসকদল পরিকল্পনা করছে বলে অভিযোগ।



from Uttarbanga Sambad http://ift.tt/2kRiUf8

February 09, 2017 at 02:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top