উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হিলি (দক্ষিণ দিনাজপুর)ঃ হিলি-বালুরঘাট রুটের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কেজি বাংলাদেশের ইলিশ মাছ উদ্ধার করল বিএসএফ।
মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ১৯৯ নম্বর সীমান্ত রক্ষীবাহিনীর বিএসএফ-এর জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে হিলি থেকে বালুরঘাট যাওয়ার পথে একটি বেসরকারি বাসে তল্লাশি চালান। বাস থেকে সব মিলিয়ে প্রায় ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। এরপর মাছগুলি হিলি বিএসএফ ক্যাম্পে রাখা হয়।
বিএসএফ-এর দাবি, মাছগুলি অবৈধভাবে হিলির উন্মুক্ত সীমান্ত পথ দিয়ে এপারে এসেছে। এই কারণে ইলিশ মাছগুলিকে আটক করা হয়েছে। এই বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2llt1pS
February 07, 2017 at 08:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন