কুমিল্লায় জানুয়ারী মাসে পুলিশের অভিযানে আটক ৩৮৪

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা জেলা পুলিশ জানুয়ারী মাসে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩৮৪ জন বিভিন্ন মামলার আসামী আটক করেছে। এসময় উদ্ধার করেছে বিপুল সংখ্যক ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদক মরণনাশা ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন শ্রেনীর মাদক দ্রব্য।

জেলা পুলিশ সুত্রে পাওয়া তথ্যে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ছাড়াও হাইওয়ে, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি চলতি বছরের জানুয়ারী মাসে নিয়মিত দায়িত্বসহ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালায়।

এসময় জেলা পুলিশ ২’শ ৪৫ টি মামলায় ৩’শ ৪৯ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৪ টি মামলায় ৩ জন, হাইওয়ে পুলিশ ১৫ টি মামলায় ১৯ জন, বিজিবি ১ টি মামলায় ১০ জন এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১ টি মামলায় ৩ জনসহ মোট ৩’শ ৮৪ জন আসামী গ্রেফতার করে। তাদের কাছ থেকে এসময় উদ্ধার করা হয়, ৪ হাজার ৫’শ কেজি সমপরিমান সাড়ে ৪ টন ভারতীয় গাঁজা, ৩৭ হাজার ভারতীয় মরণ নাশা মাদক ফেন্সিডিল, ৩ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট।

এছাড়াও দেশী মদ ৬৩ লিটার, ৬৯ বোতল বিদেশী মদ, স্কফ সিরাপ ৩৮ বোতল, বিয়ার ৪’শ ৮২ বোতল বিয়ারও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৪ কোটি ৯২ লাখ ২০ হাজার ১’শত ০৯ টাকা।



from Comillar Barta™ http://ift.tt/2kWtFKJ

February 12, 2017 at 07:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top