কল্পনা, সুনীতার পর মহাকাশে পা পড়বে আরও এক ভারতীয় কন্যার

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামসের পর মহাকাশে পা পড়তে চলেছে আরও এক ভারতীয় বংশোদ্ভূত কন্যার। তিনি হলেন শাওনা পান্ডা। শাওনা এক নিউরোসার্জন। জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করেন কানাডার অ্যালবার্টা বিশ্ববিদ্যালয় হাসপাতালে। মহাকাশচারী হিসেবে আপাতত দুটি মহাকাশ প্রকল্পে নাম আছে তাঁর। ওই দুটি মিশনের জন্য তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন।

৩২ বছরেরে শাওনার জন্ম কানাডাতেই। কানাডার সিটিজেন সায়েন্স অ্যাস্ট্রোনট প্রোগ্রামে অংশ নিতে পরীক্ষা দিয়েছিলেন ৩২০০ জন। তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় দুজনকে। ওই দুজনের একজন শাওনা। সব ঠিকঠাক চললে, ২০১৮ সালে আরও আটজন মহাকাশচারীর সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন তিনি।

শাওনার আদিবাড়ি মুম্বইয়ের মহালক্ষ্মীতে। সেখানেই তিনি এখন আছেন। শাওনা জানমিয়েছেন, ছোটোবেলা থেকেই তিনি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন। তবে ডাক্তারি কেবল তাঁর পেশা নয়, নেশাও বটে। জীবজগতে ওষুধবিষুধ কীভাবে কাজ করে, তা নিয়ে গবেষণার প্রতি আকর্ষণও তাঁর কম নয়।’



from Uttarbanga Sambad http://ift.tt/2kbdQOe

February 10, 2017 at 05:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top