জয়ের পথে ভারত

 হায়দরাবাদ, ১৩ ফেব্রুয়ারিঃ ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের পঞ্চম এবং শেষ দিনের শুরুটা খুব একটা খারাপ করল না কোহলি ব্রিগেড। দিনের শুরুতেই সাকিব-উল-হাসান এবং মুশফিকুর রহিমের উইকেট তুলে নিয়ে আপাতত অনেকটাই এগিয়ে  ভারতীয় দল। জয়ের জন্য ভারতীয় দলের লক্ষ্য মাত্র দুটো উইকেট। অন্যদিকে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মত তেমন কোনো ব্যাটসম্যান নেই। বাংলাদেশ এখনও আশাবাদী টেস্ট ড্রয়ের। তবে জিততে গেলে করতে হবে আরও ১৭০ রান।



from Uttarbanga Sambad http://ift.tt/2knq4TR

February 13, 2017 at 02:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top