রাজধানী, শতাব্দীতে বসছে স্বয়ংক্রিয় দরজা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ মেট্রোর মতো এবার সাধারণ ট্রেনেও বসবে স্বয়ংক্রিয় দরজা বা ‘অটোমেটিক ডোর লকিং সিস্টেম’। মূলত যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ট্রেনে স্বয়ংক্রিয় দরজা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আগামী এপ্রিলেই দুটো রাজধানী এবং দুটো শতাব্দী এক্সপ্রেসে এই ‘অটোমেটিক ডোর লকিং সিস্টেম’ দেখা যাবে বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন। ট্রেনের একটি কোচে ‘অটোমেটিক ডোর লকিং সিস্টেম’-এর জন্য খরচ পড়বে ২০ লক্ষ টাকা।

রেলমন্ত্রক সূত্রে খবর, আপাতত দুটো রাজধানী এবং দুটো শতাব্দী এক্সপ্রেসে ‘অটোমেটিক ডোর লকিং সিস্টেম’ চালু হচ্ছে। ধীরে ধীরে সমস্ত এক্সপ্রেস এবং মেল ট্রেনে এই সিস্টেম চালু হবে। ভবিষ্যতে সারা দেশে শহরতলির লোকাল ট্রেনগুলিতেও এই সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2l7cDfs

February 13, 2017 at 08:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top