ঢাবি: প্রেমিকা না পেয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রেমে (প্রেমিকা) বঞ্চিত তরুণরা।
মঙ্গলবার ‘ভালোবাসা দিবস’-এ প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ভালোবাসাবঞ্চিত সম্প্রদায়’ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘এক দফা এক দাবি, প্রেম হবে সার্বজনীন’, ‘ভালোবাসা আমার অধিকার, আমাকে ভালোবাসতেই হবে’ স্লোগানে মিছিলটি সূর্যসেন হল থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শামসুন্নাহার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে তারা বলেন, ভালোবাসা দিবস এলেই প্রেমিক-প্রেমিকারা দিসবটি উদযাপন নিয়ে যখন নানা পরিকল্পনা করে তখন প্রেমবঞ্চিতদের হতাশায় ডুবতে হয়। জীবনে কোনো ললনার হাত না ধরতে পারার আক্ষেপ যেন তাদের তাড়া করে বেড়ায়। তাই দিবসটি সবার জন্য নিরর্থক।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা আরও বলেন, ভণ্ড প্রেমিকের সংখ্যা বেড়ে গেছে। কেউ চার/পাঁচটা প্রেম করে আবার কেউ একটাও করতে পারে না। এর বিরোধিতায় আমরা সংঘবদ্ধ হয়েছি। পুঁজিবাদের কালো ছায়া থেকে ভালোবাসাকে মুক্ত করতে হবে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ksNY0k
February 14, 2017 at 07:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.