কলকাতা, ১৪ ফেব্রুয়ারি- পাসপোর্ট পেতে হলে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে এত দিন শুধু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মের শংসাপত্র দিতে হতো। ১৯৮৯ সালের আগে যাঁদের জন্ম, তাঁদের ক্ষেত্রে দিতে হতো অ্যাডমিট কার্ড। আর যাঁদের জন্ম ১৯৮৯-এর পরে, তাঁদের ক্ষেত্রে জন্মের শংসাপত্র। এর ফলে সমস্যায় পড়ছিলেন সেই সব মানুষজন, যাঁদের এই দুটির কোনওটিই ছিল না। এই সমস্যা এড়াতে সম্প্রতি বিদেশ মন্ত্রক নতুন নিয়ম করেছে, জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড বা জন্মের শংসাপত্র বাধ্যতামূলক নয়। আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডে জন্ম তারিখ লেখা থাকলে তা-ও প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে। ২৬ জানুয়ারি নতুন এই নিয়ম চালু হওয়ার পরে বেড়েছে পাসপোর্টের আবেদনের সংখ্যা। রিজিওনাল পাসপোর্ট অফিসার (আরপিও) বিভূতিভূষণ কুমার জানান, জানুয়ারির পর থেকে গড়ে ৩০ শতাংশ বেশি আবেদন জমা পড়ছে। তা পরীক্ষা করে পাসপোর্ট হাতে তুলে দেওয়ার জন্য ছুটির দিনে পাসপোর্ট মেলা করছে বিদেশ মন্ত্রক। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ এমন একটি পাসপোর্ট মেলা হয়েছিল। বিভূতিবাবু জানান, আগামী শনিবার ১৮ ফেব্রুয়ারি কলকাতা, বহরমপুর, আগরতলা ও গ্যাংটকে আবার এই মেলা বসবে। পাসপোর্ট দফতর জানায়, কলকাতায় ২ হাজার, বহরমপুরে ৫০০, আগরতলায় ৬৫ ও গ্যাংটকে ১০০ জনের আবেদনপত্র জমা নেওয়া হবে। আজ, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিদেশ মন্ত্রকের পাসপোর্ট সংক্রান্ত ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট ভাবে শনিবারের জন্যই আবেদন করতে হবে। টাকা জমা দিতে হবে অনলাইনেই। টাকা জমার রসিদ, জন্ম তারিখ, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রমাণপত্র নিয়ে শনিবার সংশ্লিষ্ট পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হবে। মন্ত্রক জানিয়েছে, শুধু সাধারণ পাসপোর্ট ও তার নবীকরণের ক্ষেত্রেই এই আবেদন গ্রহণ করা হবে। তৎকালের ক্ষেত্রে হবে না। নতুন এই নিয়ম কেন? বিভূতিবাবু বলেন, অনেকের কাছেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মের শংসাপত্র নেই। তাঁদেরকে আদালতে গিয়ে হলফনামা দিয়ে কোর্ট পেপারে জন্মের তারিখ লিখিয়ে আনতে হতো। সেই ঝামেলা এড়াতেই বিদেশ মন্ত্রক ওই নিয়ম তুলে দিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে ঢুকে ঘুরপথে আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে নিচ্ছেন অনেকে। এত দিন পাসপোর্টের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড বা জন্মের শংসাপত্র বাধ্যতামূলক হওয়ায় তাঁরা পাসপোর্ট পাচ্ছিলেন না। কেন্দ্রের নতুন সিদ্ধান্তে বেআইনি অনুপ্রবেশকারীরা সহজেই পাসপোর্ট পেয়ে যাবেন না তো? বিভূতিবাবু বলেন, পুলিশ তদন্ত করে রিপোর্ট দিলে তবেই পাসপোর্ট দেওয়া হয়। আবেদনকারী বাংলাদেশি কি না, পুলিশ সেটাই তদন্ত করে। ফলে, জন্ম তারিখের প্রমাণপত্র সংক্রান্ত নিয়ম বদলে গেলেও পুলিশি তদন্তে প্রমাণ হয়ে যাবে আবেদনকারী ভারতের নাগরিক কি না। আর/১৭:১৪/১৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kmeq0C
February 14, 2017 at 11:12PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.