লন্ডন, ২৪ ফেব্রুয়ারি- একের পর এক ছবির শুটিংয়ে ব্যস্ততা। সেসঙ্গে আগে থেকে ঠিক করা ছিল কিছু জরুরি কাজ। এজন্য ব্রিটেনের রানী এলিজাবেথের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন অমিতাভ বচ্চন। তবে জানিয়ে দিলেন, বাকিংহাম প্যালেস থেকে আমন্ত্রণ পেয়ে তিনি সম্মানিত। এ বছর ভারতের স্বাধীনতার ৭০তম বর্ষ। এজন্য ভারত এবং ব্রিটেন সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্কৃতির আদানপ্রদান করবে। সোমবার বাকিংহাম প্যালেসে ইউনাইটেড কিংডম-ইন্ডিয়া ইয়ার অফ কালচার এর উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে দুদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে রাজপরিবার। আমন্ত্রণ পেয়েছেন বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তি। সেই তালিকায় ছিলেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনও। রানীর প্রাসাদে সে অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে রানীর প্রতিনিধিদের কাছে শোক প্রকাশ করে তিনি অপরাগতা জানিয়ে দিয়েছেন। বলিউডের গুঞ্জন, ওই সময় বিগ বি রামগোপাল বর্মার সরকার-থ্রির ট্রেলর প্রকাশ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। এছাড়া বিজয় কৃষ্ণ আচারিয়ার ঠাগস অফ হিন্দোস্তান এর শুটিংও চলবে। এফ/২১:২০/২৪ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lApeXO
February 25, 2017 at 03:19AM
24 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top