লাকসামে অনুদানের টাকা দিতে এসে বিএনপি নেতার পালায়ন

নিজস্ব প্রতিবেদক ● লাকসামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অনুদানের টাকা দিতে এসে কেন্দ্রীয় বিএনপির এক নেতা অবশেষে টাকা ভর্তি লাগেজ নিয়ে পালিয়ে গেছেন।

একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় উপজেলা বিএনপির একাংশ থানা রোডে তাদের দলীয় কার্যালয়ে সম্প্রতি লাকসামের দৌলতগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে পূর্বঘোষনা অনুযায়ী কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কালাম ব্যাক্তিগত ভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক ব্যবসায়ীদের মাঝে অনুদানের পনের লাখ টাকা বিতরণ করছিলেন। ৮ থেকে ১০জন ব্যবসায়ীকে অনুদানের টাকা দেয়া শেষে অপর গ্রুপের হামলার গুজব খবর শুনে টাকা ভর্তি লাগেজ নিয়ে স্থানীয় কয়েকজন নেতাকর্মীর বেস্টুনিতে ওই কেন্দ্রীয় নেতা অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যান। এতে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এদিকে অগ্নিকান্ডস্থলে অনুদানের টাকা বিতরণের জন্য বুধবার রাতে একটি প্যান্ডেল করা হয়েছিল। কিন্তু ওই রাতে দলের অপর অংশের লোকজন প্যান্ডেলটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। ফলে থানা রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের অয়োজন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, আবুল কালামের কোন অনুষ্ঠানই সুন্দর ভাবে সম্পন্ন হয়না। কারন তিনি সবসময় দলের ভিতর কোন্দল সৃষ্টি করে রাখেন। এছাড়াও তিনি কোন নেতাকর্মীকে বিশ্বাস করেননা। তাই তার দলের লোকেরাই তার অনুষ্ঠান বানচাল করে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান বাদল বলেন, একটি গুজব খবর শুনে আমরা নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি। তবে ক্ষতিগ্রস্থ সকল ব্যবসায়ীদের অনুদানের টাকা তাদের হাতে পৌঁছানো হবে।



from Comillar Barta™ http://ift.tt/2kZWoQt

February 17, 2017 at 04:14PM
17 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top