মুরাদনগর প্রতিনিধি ● মুরাদনগর উপজেলার সোনাকান্দা কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল করতে বাধা দেওয়ায় ওই পরীক্ষা কেন্দ্রে কক্ষপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকারি ৬ জন শিক্ষককে পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে লাঞ্চিত করা হয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়লে উপজেলার শিক্ষকমহলসহ সর্বস্তরের লোকজনের মাঝে চরম ক্ষোভ সঞ্চারিত হয়েছে। উপজেলা বাঙ্গগরা বাজার থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের বিষয়টি জানার পর দ্রুত দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিবকে কর্তব্য কাজে অবহেলার দায়ে প্রত্যাহার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আবদুর রহিমকে কেন্দ্রসচিব হিসেবে নিয়োগ করেন। ওই কেন্দ্রটি ঝুকিপূর্ণ হওয়ায় আদৌ সেখানে বাকী পরীক্ষাগুলো নেওয়া যাবে কিনা এ বিষয়ে সিদ্বান্ত নেওয়া হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানায়।
স্থানীয় সুত্রে জানা যায়, বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় আজ সোমবার বাংলা ১ম পত্রের পরীক্ষা ছিল। মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সোনাকান্দা কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে অসৎ উপায় অবলম্বন ও নকল করতে বাধা দেওয়ার কারণে বখাটে দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে কেন্দ্র হতে সামান্য দূরে প্রায় ৪০/৫০জন লাঠিসোটা নিয়ে রাস্তার মোড়ে ওতপেতে থাকে।
শিক্ষকরা পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে সিএনজি ও বেবিটেক্সি করে বাড়ি ফেরার পথে তারা অতর্কিত ভাবে লাঠিসোটা দিয়ে শিক্ষকদের ওপর আক্রমণ করে। এ সময় লাঠিপেটা ও কিলঘুসিতে কামাল্লা হাই স্কুলের ৬ জন শিক্ষক আহত হয়। আহত শিক্ষকরা হলেন এ বি এম সামছুল হক, কামরুল হাসান, রবিউল আলম, সাইয়েদুল ইসলাম, আবু হানিফ ও রবিউল ইসলাম।
হামলার স্বীকার হওয়া শিক্ষকরা জানান, নকলে বাধা দেওয়ায় ওই কেন্দ্রের ছাত্ররা এর আগেও শিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে কামাল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল বাসার খান জানান, শিক্ষকদের উপর এ ধরণের হামলা তীব্র নিন্দা জানাই। বিভিন্ন সময়ে হুমকির বিষয়টি আমি সোনাকান্দা দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবকে গত রবিবার অবগত করেছি। আজকে শিক্ষকদের উপর হামলায় শিক্ষক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করছে।
উপজেলার বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন জানান, সোনাকন্দায় শিক্ষকদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
from Comillar Barta™ http://ift.tt/2mf9g2F
February 20, 2017 at 10:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন