বিলাসবহুল জীবনযাত্রাই উদয়নকে বানিয়েছে অপরাধী, অনুমান পুলিশের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বাঁকুড়াঃ প্রথমে মা, তারপর বাবা এবং শেষে প্রেমিকাকে খুনের ছক কেন এবং কিভাবে কষলেন সাইকো কিলার উদয়ন দাস, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। ম্যারাথন জেরার পর উঠে এসেছে  চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য। উদয়ন কাণ্ডে জোড়া সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট। সেভাবেই এগোচ্ছে উদয়নের তদন্ত। জানা গিয়েছে, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল উদয়ন। এই নেশাই অপরাধের দিকে ঠেলেছে তাকে।  মা বাবাকে খুন করে তাঁদের আক্যাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে, একথা নিজেই স্বীকার করেছেন। বাবার ব্যাঙ্ক আক্যাউন্ট থেকে ২২ লক্ষ এবং মায়ের আক্যাউন্ট থেকে ২৮ লক্ষ টাকা হাতিয়েছে উদয়ন। আকাঙ্খাকেও খুন করে তার গয়না ৬০ হাজার টাকায় বিক্রি করে সে।

জানা গিয়েছে, ভোপালে প্রথমে ঘুমের ওষুধ কিনেছিল উদয়ন। এরপর ইচ্ছে করে সে ঝগড়া করে আকাঙ্খার সঙ্গে। ১২ জুলাই কলকাতা যাওয়ার টিকিট কাটে আকাঙ্খা, একথা জানার পরই ১৪ জুলাই আকাঙ্খাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নিস্তেজ করে খুন করে উদয়ন।

উদয়নের কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি জাল পাসপোর্ট এবং আকাঙ্খাকে দেওয়া ভুয়ো অ্যাপোয়ন্টমেন্ট লেটার। মা-বাবাকে খুন করার পরই ২০১১ সালে সিঙ্গাপুর, ১০১২ সালে ভিয়েতনাম এবং ২০১৩ সালে রাশিয়া য়াওয়ার প্রমাণও পাওয়া গিয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2kbzJNq

February 10, 2017 at 05:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top