ইরানের ১৮০০ কোটি ডলার আটকে দিয়েছে চীন

iwআন্তর্জাতিক ডেস্ক:ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফারসি ভাষার প্রভাবশালী পত্রিকা ‘শার্ক’ জানিয়েছে, তেল বিক্রির অন্তত ১,৮০০ কোটি ডলার এখনো আটকে রয়েছে চীনে। ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার সময় বিক্রি করা তেলের অর্থ পরিশোধের বিষয়ে জটিলতার কারণে এ অবস্থা তৈরি হয়েছে।
শার্ক পত্রিকাটি জানিয়েছে, তেল বিক্রির বকেয়া এই অর্থের কথা জানিয়েছেন ইরানের জাতীয় তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী কারদর। পত্রিকাটি বলছে, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সময় ২০০৮ সালে চীনের সঙ্গে সই হওয়া চুক্তির আওতায় ইরান তেলের বিনিময়ে চীনা পণ্যের মূল্য পরিশোধের যে পরিকল্পনা নিয়েছিল তাতেই এ বিপুল পরিমাণ অর্থ বকেয়া পড়েছে।
নিষেধাজ্ঞার কারণে যখন ইরান নিজের ব্যাংক অ্যাকাউন্টে তেল বিক্রির অর্থ আনতে পারছিল না তখন বিকল্প উপায় বের করতে তেহরান এ ব্যবস্থা নিয়েছিল। তবে শার্ক পত্রিকা একদম সুস্পষ্ট করে বলতে পারে নি- চীনের কাছে এখনো ঠিক কত টাকা বকেয়া রয়েছে। পত্রিকাটি কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিন্নতা তুলে ধরে বলেছে, বকেয়া অর্থের পরিমাণ ২,২০০ কোটি, ২,৫০০ কোটি কিংবা ৪,৭০০ কোটি ডলার হবে। এর মধ্যে চীনা ব্যাংকে জমা করা ১,৮০০ কোটি ডলার রয়েছে যা সম্ভবত ইরান ও চীনের পক্ষ থেকে যৌথভাবে আইনি পদক্ষেপ না নিলে ফেরত পাওয়া কঠিন হবে। এর আগে এক খবরে বলা হয়েছিল, ইরানের তেল বিক্রির অর্থ থেকে দেশের তেল প্রকল্পের জন্য ঋণ দেয়ার পরিকল্পনা নিয়েছে চীন।রেডিও তেহরান



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kE79Zi

February 06, 2017 at 01:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top