ফিলিপাইনে জেল ভেঙ্গে পালিয়েছে ১৩ কয়েদি

hফিলিপাইনের এক কারাগার থেকে রোববার ১৩ বন্দি পালিয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ফিলিপাইন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির মুখপাত্র ডেরিক আরনল্ড ক্যারেওন জানান, ভোরের আগে ম্যানিলার উত্তরাঞ্চলে অবস্থিত সান ফার্নান্ডো নগরীর একটি পুলিশ ক্যাম্পের ওই জেলখানা থেকে ১৩ বন্দি পালিয়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি বলেন, ‘তারা করাত দিয়ে ধাতব গ্রিল কেটে পালিয়ে গেছে।’
তিনি জানান, বন্দিরা কিভাবে করাতটি পেল সে ব্যাপারে তদন্ত চলছে



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lJ26Vi

February 26, 2017 at 05:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top